MMR (Man Machine Ratio)
MMR কি? What is MMR?
MMR হলো একটি প্রতিষ্ঠানের মোট জনবল ও মোট কার্যকর মেশিনের অনুপাত । অর্থাৎ, কোন প্রতিষ্ঠানের মোট জনবলকে ব্যবহৃত মেশিন দ্বাড়া ভাগ করলে ঐ প্রতিষ্ঠানের MMR পাওয়া সম্ভব ।
In Garments, Man machine ratio Refers the ratio of total Man to the total active machine or operator. If we divide the total man to the total operator, we can find MMR.
MMR কত প্রকার? How many types of MMR we found?
MMR দুই প্রকার ।
1.DIRECT MMR
2.INDIRECT MMR
যেহেতু, অধিকাংশ প্রতিষ্ঠানে INDIRECT MMR ব্যবহৃত হয় তাই আমরা এখানে INDIRECT MMR নিয়ে আলোচনা করবো ।
MMR FORMULA
MMR = মোট জনবল / মোট কার্যকর মেশিন
MMR = TOTAL MANPOWER / NUMBER OF ACTIVE MACHINE OR OPERATOR.
![]() |
What is MMR (Man Machine Ratio) |
কে কে অন্তর্ভুক্ত থাকবে আর কে কে অন্তর্ভুক্ত থাকবে না ?Who will be include & who will not?
মোট জনবল = প্রতিষ্ঠানে কর্মরত মোট কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক (সুইপার, বাবুর্চি, আয়া, ক্যান্টিন বয় ইত্যাদি এর অন্তর্ভুক্ত হবে)
মোট কার্যকর মেশিন = শুধুমাত্র সুইং ও ফিনিশিং লাইনে ব্যবহৃত সুইং মেশিন সমূহ ( প্লেন, ভার্টিক্যাল, ওভারলক, ফিড অব দ্যা আর্ম, সিঙ্গেল ও মাল্টিনিডেল চেইন স্টিচ, বাটন মেশিন, এপিডব্লিউ সহ উৎপাদনে সরাসরিভাবে ব্যবহৃত মেশিনসমূহ )
কাটিং মেশিন বা কাটার, স্প্রেডার, আয়রন মেশিন, ট্যাগ গান, ওয়েস্ট ট্যাগ, সাকার মেশিন সমূহ এর অন্তর্ভুক্ত নয় ।
অধিকন্তু, স্যাম্পল লাইন যদি পাইলট রান ও সাইজ সেট সুইং লাইনের জন্য তৈরী করে তবে মোট কার্যকর মেশিন এর আওতাভুক্ত হবে । মার্চেন্ডাইজারের জন্য পৃথক স্যাম্পল তৈরী করলে তা মোট কার্যকর মেশিন এর আওতামুক্ত হবে ।
MMR কোন প্রতিষ্ঠানের জন্য কেন গুরুত্বপূর্ণ?
কোন প্রতিষ্ঠানে উৎপাদনে ব্যবহৃত প্রতিটি মেশিনের বিপরীতে কতজন লোক নিয়োজিত তা সম্পর্কে ধারণা পাওয়া যায় ।
- কোম্পানির বিনিয়োগ সম্পর্কে ধারণা পাওয়া যায় ।
- কোম্পানিতে মাথাপিছু খরচ নির্ণয় করা সহজ হয় ।
- প্ল্যানিং এর বিভিন্ন কাজে সুবিধা হয় ।
MMR নির্ণয় :
কোন প্রতিষ্ঠানের মোট শ্রমিক = 2000 জন
“ “ ” স্টাফ = 400 জন
“ “ ” জনবল = 2400 জন
উৎপাদনে ব্যবহৃত মোট কার্যকর মেশিন/অপারেটর = 1320 টি
MMR = 2400/1320 = 1.82:1
MMR এর আদর্শ মান কত? MMR Rate ?
MMR এর সুনির্দিষ্ট কোন আদর্শ মান কোথাও উল্লেখ পাওয়া যায় না । প্রতিষ্ঠানভেদে এর মানের পার্থক্য লক্ষ্য করা যায় । কিছু অভিজ্ঞদের মত অনুযায়ী MMR 1.8 থেকে 1.9 হওয়াটা সর্বাধিক গ্রহণযোগ্য । তবে, MMR এর মান 1.7 হতে 2.0 এর মধ্যেও পরিলক্ষিত হয়ে থাকে ।
There is no specific standard of MMR anywhere. The value of MMR rate is varied from industry to industry. According to some experts, MMR from 1.8 to 1.9 is the most acceptable. However, the MMR value is also observed between 1.7 and 2.0.
Read More Content from Here: Our Blog
You can join our official facebook page "IE & planning Career Guideline"
Or
Join our facebook group "IE & Planning Career Guideline"