Pitch time (Theory) | Pitch time in garment industry | BPT UCL LCL

Pitch time

(Part-1-Theory)

 

অতি সাধারণ ভাষায় Pitch Time বলতে বোঝায় প্রতি অপারেটর কে কতটুকু সময়ের কাজ দেওয়া হবে তা হিসাব করা। এটি গণনা করা হয় কোন গার্মেন্টে এর মোট SMV কে তার মোট জনবল দিয়ে ভাগ দেবার মাধ্যমে। মুলত এটি লে-আউটের আগেই করে নেওয়া হয় যাতে করে লে-আউটের সময় প্রতিটি অপারেটর বা হেল্পারকে পরিমিত কাজ দেওয়া যায় এবং শুরু থেকেই লাইন ব্যালেন্স করা যায়।

 

আরো ভালোভাবে বোঝাতে গেলে ১০০ পিছ আম যদি আমরা ২০ জনের মধ্যে সমান ভাবে ভাগ করে দিতে চাই তবে প্রত্যেকে পাবে ৫ টি করে। ঠিক তেমনি Pitch time in garment industry বলতে ১০০ SMV এর গার্মেন্ট তৈরী করতে ২০ জন ম্যান প্রয়োজন হলে প্রতিজনকে ৫ মিনিট এর কাজ দিতে হবে।

 

Pitch Time
BPT

 অর্থ্যাৎ,   Pitch Time = মোট SMV/ মোট জনবল বা মোট অপারেশন

 

লাইন ব্যালেন্স এর জন্য এটি খুব জরুরী। লে-আউটের আগে কোন অপারেটর/হেলাপারকে কি কি কাজ দেওয়া হবে, মোট কত SMV এর কাজ দেওয়া হবে তা পেপার লে-আউটে উল্লেখ থাকে। এতে করে লাইন এর ব্যালেন্সিং শুরু থেকেই হয়ে যায়।

 অন্যান্য বিস্তারিত পিডিএফ এ রয়েছে। পিডিএফ ইংলিশে হওয়ায় পরীক্ষায় সরাসরি লিখতে সুবিধা হবে।

Download PDF

 

এবার আসি UCL , LCL এই দুইটি টপিকে

 প্রসেস ও ম্যান এর ক্যাপাসিটি এর উপর ভিত্তি করে সব সময় Pitch Time অনুযায়ী কাজ ভাগ না করে কিছু কম / বেশি সময় দেওয়া হয়। এছাড়াও অনেক সময় সঠিক ম্যান কে সঠিক প্রসেস বন্টন করতে গিয়ে Pitch Time এর সাথে কিছুটা পার্থক্য দেখা যায়। একজন অপারেটরকে কতটা বেশি সময়ের কাজ দেওয়া যাবে তা নির্নয় করা হয় UCL  বা Upper Control Limit এর মাধ্যমে এবং কোন অপারেটরকে কতটা সময়ের কাজ কম দেওয়া যাবে তা নির্নয়ের পদ্ধতি LCL বা Lower Control Limit.

 

UCL , LCL এর ফর্মুলা ও বিস্তারিত পিডিএফ এ দেওয়া আছে। তবে উল্লেখ্য যে অধিকাংশ ফ্যাক্টরিতে ১০% UCL ও LCL

ধরা হয়।

Download PDF

 


Open Math problem Sheet:  Part-2 


Facebook : Click Here

YouTube Channel: Visit Here




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন