Pitch Time part-2 (Math)
গত পোষ্টে আমরা Pitch Time Part-1 (Theory) নিয়ে আলোচনা করেছিলাম। পোষ্টটি না পড়ে থাকলে বা পুনরায় পড়তে চাইলে Click Here .
এই পোষ্টে আমরা আলোচনা করবো Pitch Time part-2 (Math) ।
Formula-1: Pitch time (BPT) = Total SMV / Total No. of man
BPT = মোট SMV / মোট জনবল
Example: A garment of 22.80 SMV needs 55 Operator, 4 helper and 2 iron man. What will be the Basic Pitch time (BPT) ? Also calculate the UCL & LCL.
Solve: Total Man= OP + Helper + Ironman
= 55+4+2
= 61
BPT=SMV/ Total Man
= 20.80/61
= 0.34
অর্থ্যাৎ, প্রত্যেক ম্যান কে 0.34 SMV এর কাজ দিতে হবে।
Method:1
আমরা UCL (Upper Control Limit) ও LCL (Lower Control Limit) এর জন্য ১০% ধরে নিয়ে করবো।
UCL= BPT+ (BPT*10%)
=0.34+ (0.34*10%)
= 0.39
অর্থ্যাৎ, আমরা কোন ম্যানকে সর্বোচ্চ 0.39 SMV এর কাজ দিতে পারবো।
LCL= BPT- (BPT*10%)
=0.34- (0.34*10%)
= 0.29
অর্থ্যাৎ, আমরা কোন ম্যানকে সর্বনিম্ন 0.29 SMV এর কাজ দিতে পারবো।
গত পোষ্টে আমরা Pitch Time Part-1 (Theory) নিয়ে আলোচনা করেছিলাম। পোষ্টটি না পড়ে থাকলে বা পুনরায় পড়তে চাইলে Click Here .
Method:2
Upper Control Limit (UCL) = Pitch time/ Factory efficiency
= 0.34/80%
= 0.42
অর্থ্যাৎ, আমরা কোন ম্যানকে সর্বোচ্চ 0.42 SMV এর কাজ দিতে পারবো।
Lower Control Limit (LCL) =2*Basic Pitch time - UCL
=(2*0.34) - 0.42
=0.26
অর্থ্যাৎ, আমরা কোন ম্যানকে সর্বনিম্ন 0.26 SMV এর কাজ দিতে পারবো।
[বি:দ্র: Method-1 ও Method-2 এর উত্তর না মেলার জন্য ঘাবড়ানোর কিছু নেই। অপরপক্ষে ফ্যক্টরি ইফিসিয়েন্সির তারতম্যের জন্য UCL ফ্যাক্টরি টু ফ্যাক্টরি আলাদা হতে পারে।]
Exercise:
A pant which have 18.50 SMV in total & needs 62 man. What will be the BPT ? Calculate the UCL & LCL if factory efficiency is 75%.
Facebook : Click Here
YouTube Channel: Visit Here