Machine Requirement & Inventory for layout

 একজন আই ই এর প্রধান কাজ হলো লে-আউট সুষ্ঠভাবে পরিচালনা করা।  একটি লে-আউট সম্পন্ন করতে প্রয়োজন একটি ভাল প্ল্যানিং। লে-আউট পেপার বা ব্রেকডাউন শীট বানিয়ে নেওয়ার পরের কাজই হলো মেশিন ইনভেন্টরি (Machine Inventory) চেক করা। বর্তমান স্টাইলে কোন মেশিন কতটি করে আছে এবং পরবর্তী লে-আউটে কি কি ও কত মেশিন প্রয়োজন। তা না হলে লে-আউটের সময় অনেক ধরনের জটিলতা হতে পারে ও মেশিন গ্যাপ যাবে। তাই লে-আউটের আগেই মেশিন ইনভেন্টরি  (Machine Inventory) চেক করা খুবই গুরুত্বপূর্ণ।

Machine Requirements


Machine Requirement & Inventory করার সুবিধাঃ

  1. বর্তমান স্টাইলে কি কি মেশিন আছে তা সম্পর্কে জানা যায়।
  2. নতুন লে-আউটে কি কি মেশিন প্রয়োজন জানা যায়।
  3. পর্যাপ্ত মেশিন আছে কি না তা জানা যায় ও পূর্বের থেকে মেশিন প্রস্তুত করা যায়।
  4. নতুন কোন মেশিন ভাড়া লাগবে কি না তা সম্পর্কে ম্যানেজমেন্টকে জানানো সহজ হয়।
  5. অতিরিক্ত মেশিন গুলো অন্য লে-আউটে ব্যবহার করা যায়।
  6. মেশিনের গেজ বা ফিড আগে থেকে প্রস্তুত রাখা যায়।
  7. মেকানিক্স ও টেকনিশিয়ানের মধ্যে যথাযথ কাজ ভাগ করতে সুবিধা হয়।

তাই লে-আউটের পূর্বে মেশিন রিকুইজিশন ( Machine Requirement ) দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।

নিচের ফর্মাটের মেশিনের হিসাব লাইন মেকানিক্স বা মেইন্টেনেন্স ম্যানেজরকে আগে থেকে দেওয়া থাকলে লে-আউটের সময় মেশিনের জন্য কাউকে হয়রানির স্বীকার হতে হয় না। তাই নিচের ফর্মাটটি এখনি ডাউনলোড করুন ও লে-আউটের সময় কাজে লাগান।  

Format -1 (Excel File)

Format -2 (Excel File) 


এছাড়াও অন্যান্য রিপোর্টের ফর্মাট পেতে আমাদের সাথে যোগাযোগ করুন

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন