গত পোষ্টে আমরা আলোচনা করেছিলাম Loss Time কি ,গুরুত্ব ও কেন মেইন্টেইন করা জরুরী। যারা আগের পোষ্ট সম্পর্কে জানতে চান তারা এখানে ক্লিক করে সরাসরি পড়তে পারবেন।
Loss Time রেকর্ড কিভাবে মেইন্টেইন করতে হয় ?
একজন আই ই কে লে-আউটের সকল মেশিনের লস টাইম রেকর্ড করা প্রয়োজন। তাই লাইনের দ্বায়িত্বরত আই ই লাইনের লিডার/ লাইন চিফ/ সুপারভাইজারের কাছে লস টাইম রেকর্ড রাখার ফর্ম দেবে । উক্ত ফর্মে বিভিন্ন ধরনের সমস্যার জন্য কারন উল্লেখ পূর্বক কত মিনিট সময় লস হয়েছে তা লিখে রাখবে। যেহেতু লস টাইম যে কোন কারনে ও যে কোন ডিপার্ট্মেন্টের জন্য হতে পারে, তাই সে ডিপার্ট্মেন্টের দ্বায়িত্বরত ব্যক্তি সেই ফর্মে সাইন দেবে।
উদাহরণ স্বরুপঃ
মেশিন নষ্ট থাকার কারনে লস টাইম রেকর্ড এর জন্য মেইন্টেনেন্স ডিপার্ট্মেন্ট এর লাইন মেকানিক, সিকিয়র মেকানিক ফর্মে সাইন দেবে।
টেকনিক্যাল কোন সমস্যার কারনে NPT থাকলে লাইন টেকনিশিয়ান ফর্মে সাইন দেবে।
Loss Time? NPT ( Non Productive Time) শীটে সাইন দেওয়া টা কি নেগেটিভ কোন বিষয় ?
Loss Time ফর্মে সাইন দেওয়া নিয়ে যে সমস্যা টা হয় টা সম্পূর্নই একটি ভুল ধারনা। সাইন দেওয়া মানে দোষ বা দ্বায় দেওয়া টাকে প্রধান্য করে বোঝানো হয় না। প্রতিদিন নির্ধারিত কর্ম ঘন্টার (Working Hour) এর বিনিময়ে একটি টার্গেট দেয় আই ই । যে যে কারনে সেই টার্গেট পূরন হয় নাই তাই রেকর্ড করা হয়। আর সাইন নেওয়া থাকলে সেই কারন যে কোন অযুহাত নয় তা বোঝা সহজ হয়। এই কারন গুলো এনালাইসিস করে NPT কমানোর জন্য আই ই কাজ করে এবং পরবর্তী দিন গুলোতে সেই সমস্যা গুলো যাতে পুরাবৃতি না ঘটে তার পদক্ষেপ নেয়।
MACHINE BREAKDOWN REPORT (Excel File)