Takt Time & Customer demand (Part-1)

 আজকের পোষ্টে আমরা জানবো Takt Time & Customer demand সম্পর্কে। একজন IE বা Planning Department এর কর্মী হিসেবে এ দুটি বিষয় না জানলে আপনি ব্যার্থ। পার্ট-১ এ আমরা এই দুটি টার্মের সজ্ঞা ও কিভাবে হিসাব বা Calculation করতে হয় এই নিয়ে জানবো।  

Takt Time


Customer Demand: 

The Quantity / Product that is needed to fulfill the total order per is called the Customer Demand. It is measured in Piece/ day unit.

একটি অর্ডার সম্পন্ন করতে প্রতি দিন যত পরিমাণ পণ্য উৎপন্ন করতে হয় সেই পরিমাণ কে কাষ্টমার ডিমান্ড বলে। 

আরো সহজভাবে বলতে গেলে, যদি ১৫০০০ পিছ এর অর্ডার হয় এবং অর্ডারটি সম্পন্ন করতে ১৫ দিন সময় থাকে তবে প্রতি দিন ১০০০ পিছ করে প্রডাকশন হতে হবে। সেক্ষেত্রে ১০০০ পিছ হবে এই অর্ডারের কাষ্টমার ডিমান্ড।  পিডিফ ফাইলে আরো বিস্তারিত আলোচনা রয়েছে। 

ডাউনলোড করুন বা পড়ুন

Takt Time or Tact Time: 

The time required to fulfil the customer demand per piece is called takt/tact time. It is measured in Sec or Min per pcs.

কাষ্টমার অর্ডার পূরণ করতে পিছ প্রতি যে সময় প্রয়োজন হয় তাকেই ট্যাক্ট টাইম বলে। 
এর জন্য প্রথমে Available time হিসাব করে নিতে হয়। 

Takt Time = Available Min/ Customer Demand.

Available Min or Input min = Man Power * Working Hour * 60
 ( Here,  60 for converting hour into Min. As 1 Hour= 60 Min)


If a line has 54 Man and working Hour is 10 hr then,
Available Min = 54*10*60 
                        = 32400 Min

Then The Takt time will be
Takt Time= Available Min/ Customer Demand.
Takt time = 32400/ 1000
                = 32.4 Min/Pcs

নিচে পিডিএফ ফাইলে বিস্তারিত তথ্য ও Calculation দেওয়া আছে। 
Takt Time নিয়ে পার্ট-১ এর ধারণা পরিষ্কার ভাবে বোঝা গেলে আমরা পার্ট-২ তে আসবো। পরবর্তী পার্টে আমরা আলোচনা করবোঃ 
  • Takt Time Vs Cycle Time ( Concept)
  • Difference Between Takt Time & Cycle Time
  • Why Takt Time is important
  • Tack time key point & Factors

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন